পরিচালক, মুহাম্মদ মোশারফ হোসেন

শিক্ষার আলোয় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতি গঠনের প্রত্যয় নিয়ে ২০১২ সালের ২৮ জানুয়ারী থেকে জ্ঞানের আলো ছড়িয়ে আসা গাজীপুর মেট্রোপলিটন স্কুলের পক্ষ থেকে নিরন্তর অভিনন্দন। তথ্য-প্রযুক্তি ও আধুনিক যুগোপযোগী শিক্ষার মাধ্যমে সৎ, দক্ষ ও মেধাবী মানুষ তৈরির লক্ষ্যে আমাদের পথ চলা। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে ডিজিটাল সোনার বাংলা গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। নিরক্ষরতা ও অজ্ঞতার বেড়াজাল ছিন্ন করে আমরা এগিয়ে যেতে চাই বহুদূর। সময়ের প্রয়োজনে সৃজনশীল, বাস্তবধর্মী, কর্মমুখী ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলার ব্রত নিয়ে গাজীপুর মেট্রোপলিটন স্কুলের শিক্ষা কার্যক্রম চলমান। এ পথ চলায় স্থানীয় জনসাধারণকে পাশে পেয়ে আমরা গর্বিত। আপনাদের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা আমাদের পথকে প্রশস্ত করেছে। আমরা যে মহান উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিলাম সেটি আজ কচিপল্লব থেকে মহীরূহে রূপান্তরিত হয়েছে। জ্ঞান স¤পদের সীমাবদ্ধতা কাটিয়ে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার যে দায়িত ও কর্তব্য পালন করে আসছি তা সব সময় উন্নতির ধারায় অব্যাহত থাকবে। অত্র এলাকার আলোর দিশারী হিসেবে অভিহিত গাজীপুর মেট্রোপলিটন স্কুল শিক্ষা পরিবারের সহযোগী প্রতিষ্ঠান সমূহের সার্বক্ষণিক তত্ত¡বধানে আমরা গড়ে যাচ্ছি উন্নতির সোপান। আগামী দিনে গাজীপুর মেট্রোপলিটন স্কুল আন্তর্জাতিক মানের শিক্ষা বাস্তবায়নে সদা সচেষ্ট থাকবে বলে আমি বিশ^াস করি। শিশুদের মানসিক ও মেধার পূর্ণ বিকাশে অনলাইন সুবিধাসমূহ, লাইব্রেরি, ডিবেটিং ক্লাব, স্পোর্টস ক্লাব, কালচারাল ক্লাবসহ অত্যাধুনিক মানের কো-কারিকুলাম কার্যক্রম অব্যাহত রয়েছে। আপনাদের শিক্ষা সংক্রান্ত অনুভ‚তি, অভিজ্ঞতা, মতামত ও সহযোগিতা আমাদের কর্ম প্রয়াসকে আরো সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা করছি।

Copyright © গাজীপুর মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ All rights reserved | Developed By Nishat Shagor